Gmail Tutorial How To Create A Gmail Account
গুগলের ইমেইল সার্ভিস জিমেইল। সাম্প্রতিক সময়ে নুতন একাউন্ট খুলতে কিছু গুগল আপডেট তথা নুতন নিয়েমের সম্মুখিন হতে হচ্ছে।কিন্তু অনলাইনে এখনও বেশীরভাগ টিউটোরিয়ালই পুরনো তাই এই টিউটোরিয়ালটি ( Gmail Tutorial ) করা।আশা করছি জিমেইলের ইমেইল একাউন্ট সার্ভিসের উপড় আমার এই ছোট্ট ভিডিও টিউটোরিয়ালটি দেখার পর নুতনেরা সফলভাবেই নিজেই নিজের ইমেইল আই ডি খুলতে পারবেন।
জিমেইলের অন্তর্ভুক্ত একটি ইমেইল একাউন্ট খুলে নেবার পর সেটিংস জনিত ভিডিওটি শীঘ্রই আপলোড করার ইচ্ছা আছে। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন আশা রাখি। ইমেইল বা জিমেইল সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ইউটেউবে বা এই ব্লগে কমেন্ট করে জানাবেন।যত দ্রুত সম্ভব উত্তর দেবার চেষ্টা করবো।
আমার ব্লগ থেকে ইউটিউবে আরো দেখুন Beginner Youtube Success ইউটিউব আয়ের পথে বাধাঁ ? ।
Comments (No)