Bangla Tutorial : How To Copy Bootable Windows Disk ||
বুট অপশন ঠিক রেখে কিভাবে উইন্ডোজ ডিস্ক কপি করবেন ও সেভ করবেন:
আমাদের মধ্যে এখনও এমন অনেকেই আছি যারা উইন্ডোজ ডিস্ককে সঠিক নিয়মে কপি করতে পারিনা, সাধারণ নিয়েমেই কপি পেষ্ট জব করে থাকি। যারফলে আমাদেরকে ব্যর্থ হয়ে বাজার থেকে বার বার ডিস্ক ক্রয় করতে হয় ইইন্ডোজ ইনষ্টল করবার জন্য। আর যাতে এমনটি করতে না হয় তার আমার আজকের এই টিউটোরিয়াল। Lets learn How To Copy Bootable Windows Disk and Save to Hard Disk Drive.
How To Copy Bootable Windows Disk টিউটোরিয়ালটিতে আমি দেখিয়েছি কিভাবে বুট অপশন ঠিক রেখে যে কোন উইন্ডোজ ডিস্ককে আপনার সরাসরি কপি টু কপি বা কপি টু হার্ড ডিস্কে সেভ করতে পারবেন। এই ভিডিওটি দেখার পরে আপনি আরও জানতে পারবেন যে কিভাবে একটি আই.এস.ও ইমেজ ফাইল তৈরী করতে হয়। তো বন্ধুরা আর দেরী কেন চলুন শিখে নিই কিভাবে করতে হয়।
টিউটোরিয়ালে ব্যবহৃত সফটওয়্যার CD Burner XP Download করে নিন। এই টিউটোরিয়ালটি ভাল লাগলে আপনার ফেসবুক, টুইটার বা অন্যন্য সোস্যাল প্রোফাইলে একটা শেয়ার করে দিলে খুশী হবো।ধন্যবাদ।
Viya USB Bootable korechi
Akon bootable ar sob file iso kore save kore rakhbo ki vabe?
Any to iso+,poweriso dia try korlam but
Autorun.inf file ta iso hoy na…
Apni kivabe USB bootable thake ISO file kkren with out problem.??
Plz janaben.
অটোরানও হবে। জাস্ট যদি কোন এন্টিভাইরাস থাকে তাহলে সেটা অফ করে নেন। না হলে জানাবেন।