How To Earn Money with Propeller Ads | Bangla Tutorial |
প্রোপেলার এ্যাডস (Propeller Ads) একটি সিপিএম ভিত্তিক এ্যাড সাইট। অনলাইনে অনেক সিপিএম এ্যাড সাইট থাকলেও প্রোপেলার এ্যাডস সাইটটা কে আমি একটু বেশীই প্রাধান্য দিয়ে থাকি, কারণ এর রেটটা অনেক ভাল। ইন্টারন্যাশলাল ভিউজ অনুযায়ী কিছু কিছু সময় ১৫ ডলার পর্যন্তও আনিং শেয়ার করে থাকে, যা গুগল এ্যাডসেন্সেও পাওয়া যায় না। নরমাল কান্ট্রি ভিউজের ক্ষেত্রেও প্রায় ২ ডলার শেয়ার করে থাকে যেখানে অন্যন্য সাইটগুলি সর্বোচ্চ ১ ডলার পেমেন্ট করে থাকে। Best Adsense Alternate Website Earn Money with Propeller Ads Website.
আপনার যদি কোন ব্লগ ওয়েবসাইট থাকে, এবং মোটামুটি ভাল মানের ভিজিটর থাকে যেমন প্রতিদিন অন্তত ২০০+ ভিউজ বা ৫০০+ পেজ ভিউজ তবে আপনিও প্রোপেলার এ্যাডস সাইটটা থেকে ইনকাম করার সুযোগটা নিতে পারেন। আর যদি আপনার সাইটে ভিউজের পরিমান এর চেয়ে ভাল হয়ে থাকেে এবং আপনি যদি এখনও এই সাইটটাকে ট্রাই না করে থাকেন তবে আপনি সত্যিই কিছু বাড়তী টাকা আয় করা থেকে বঞ্চিত হচ্ছেন।
নীচের ভিডিওটিতে প্রোপেলার এ্যাডস সাইটটি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেছি এবং প্রোপেলার এ্যাডস সাইটটিতে কিভাবে একাউন্ট করবেন, ওয়েবসাইট ভেরীফাই করবেন, এ্যাড কোড জেনারেট করবেন, ওয়েবসাইটে এ্যাড সেট করবেন এবং কিভাবে পেমেন্ট পাবেন ইত্যাদী বিষয়গুলি সম্পর্কে সরাসরি দেখিয়ে দিয়েছি। তাই আপনি যদি এই সাইটটি হতে আর্নিং করতে আগ্রহী হয়ে থাকেন তবে ভিডিওটি আগে দেখে আসুন। অথবা বোনাস সহ সরাসরি একটি প্রোপেলার এ্যাডস একাউন্ট খুলতে নীচের সাইন আপ বাটনে এ ক্লিক করুন।
vai amar propellerads account payment methods payoneer show kore na.pls help me.
এত দুশ্চিন্তার করার কিচ্ছু নেই, আপাতত পাইয়োনিয়ার বাংলাদেশের জন্য অফ আছে। কাজ করে যাস, ততদিনে পাইয়োনিয়ার আবার একটিভ হয়ে যেতে পারে। তাছাড়া না হলেই বা কি আর উপায় তো খালি আছে। এসব নিয়ে ভাববেন ১০০ ডলার হবার পর।