500K Facebook Account Leaked and Use!
রাজনৈতিক স্বার্থে ফেসুবক একাউন্ট ব্যবহারের দূর্ণামটি নতুন নয়, এর আগেও এরকম ব্যপারে বহু অভিযোগ রয়েছে ফেসবুকের নামে। কিন্তু এবারের অভিযোগটা যেন একটু অনরকমই ছিলো। এবারে কেবল অভিযোগই নয়, অভিযোগের শাস্তি সরুপ ভয়াবহ বিপর্যয়ও নেমে এসেছে ফেইসবুক শেয়ার মার্কেটের উপর। Bangla news about 500k facebook account leaked.
বর্তমান সময়ে ফাঁস হওয়া ঘটনাতে জনগন এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে ইতিপূর্বে এতটা কখনই হননি কেও। বিশ্বজুড়ে ফেইসবুকে তথ্য নিরাপত্তার ব্যপারে ব্যপক সমালোচনার জন্ম দিয়েছে ঘটনাটি। ঘটনা সম্পর্কে জানা যায় যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারনার বৃটিশ পরামর্শক প্রতিষ্ঠানটি ঘটিয়েছেন এই অপকর্মটি আর ঘটিয়েছেন তার অপব্যবহার।
ক্যামব্রিজ এনালিটিকা প্রায় ৫ কোটি গ্রাহকের তথ্যাবলি নিজেদের নির্বাচনী কাজে লাগিয়েছেন অনুমতি ছাড়াই। স্থানীয় পত্রিকায় এই খবর প্রকাশে ফেসবুক এখন অনেকটাই বিপাকে পড়েছেন। কেবল তাই নয় এ ঘটনার জেড়ে গত সোমবার ফেসবুকের নিজশ্ব শেয়ার মার্কেট দর ডাউন হয়ে গেছে ৭ শতাংশেরও বেশী।
গত শুক্রবার বন্ধের দিন হতে এ পর্যন্ত ফেসবুক তার নরমাল ইনকাম হতে হারিয়েছে ৪ হাজার ২০০ কোটি ডলার। ফেইসবুকের বিরুদ্ধে আসা এ ঘটনার তদন্তের দাবী করা হয়েছে আটলান্টিকের উভয় পার থেকেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রান্ট সিনেটর এ্যামি ক্লোবাচার ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ কে ইতিমধ্যেই কংগ্রেসের শুনানিতে আসার আহ্বান জানিয়েছেন।
বিচার বিভাগীয়, ভোক্তা ও লিঙ্গ সমতাবিষয়ক ইউরোপীয় কমিশনার ভেরো জেরোভ অভিযোগের সুষ্ঠ তদন্ত প্রকাশের দাবী জানিয়ে বলেন, এ ঘটনা সত্য হলে তা হবে ভয়ংকর। বৃটেন পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান ড্যামিয়ান কলিন্স স্পষ্ট ভাষায় জনান যে, ক্যামব্রিজ এনালিটিকা এবং ফেসবুক কে অবশ্বই এর জবাব দিতে হবে।
অভিযোগের জবাবে ফেইসবুক জানিয়েছে, প্রোফইল তথ্য উপাত্ত কিভাবে ফাসঁ হলো বিষয়টি তদন্তে তারা ইতিমধ্যেই একটি তদন্ত প্রতিষ্ঠান টিমকে দ্বায়িত্ব দিয়েছে। ফেইসবুকের আরো খবর জানতে পড়ুন Facebook News Channel ফে্ইসবুকে আসছে ভিডিও চ্যানেল ।
সুত্রঃ ইন্টারনেট।