Master Class on Gmail Settings [ Full 68 Minutes ]
জিমেইল এর ইমেইল কেবল বাংলাদেশেই নয় এটি সারা বিশ্বের বহুল ব্যবহৃত ইমেইল সিষ্টেমের নাম। অনলাইন দুনিয়ার অধিকাংশ ব্যক্তিরই কোন না কোন কাজে একটি জিমেইল একাউন্ট আছে, যেটিকে কেও কেও জিমেইল আইডি হিসাবেও উল্লেখ করে থাকেন। কিন্তু জিমেইল একাউন্ট বা আইডি থাকলেও তাকে ঠিকমত ব্যবহার করা বা অপারেট করার কাজটি আমরা অনেকেই জানি না।Complete Video Tutorial on Gmail Settings in Bangla.
ইংলিশ দেশগুলির জন্য এটি কোন সমস্যা নয় তবে অন্যন্য ভিন্নভাষীরা জিমেইল সেটিংস তথা জিমেইল একাউন্টের নানা ব্যবহার এখনও সেইরকম ভালভাবে জানেন না। তাই আমাদের বাংলাদেশের ব্যবহারকারীদেরও সেই একই অবস্থা। অধিকাংশ ব্যবহারকারীই কেবল কিভাবে জিমেইল ব্যবহার করে ইমেইল পাঠাতে হয়, ক্লিক করে ইনবক্স খুলতে হয় বা কোন ফাইলকে কিভাবে ইমেইলে এটাচ করতে হয় এ বিষয়গুলিতে অভস্ত বা সীমাবদ্ধ রয়েছে। তবে এখন আর সেই অবস্থাটি হয়ত আর থাকবে না।
যারা নুতন জিমেইল একাউন্ট খুলেছে বা কেবল ইমেইল পাঠানো আর রিসিভ করার মধ্যেই কাজ চালিয়ে নিচ্ছেন এমন লোকদের জন্যই আমি সম্পূর্ণ জিমেইল সেটিংস এর উপড় ভিত্তি করে এই দীর্ঘ ভিডিও টিউটোরিয়ালটি তৈরী করলাম। আমার এই ভিীডওটিকে একটি জিমেইল মাস্টার ক্লাসও বলা যেতে পারে, কারণ এখানে আমি বাস্তবিকই জিমেইল সেটিংস এর সকল লেভেলকে খুটিয়ে আলোচনা করেছি ও প্রাকিটিক্যালি করে দেখেয়েছি। এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর যে কোন বাংলাভাষী জিমেইল সেটিংসের উপড় দক্ষ হয়ে উঠবে।
যদি কেও জিমেইল একাউন্ট তৈরী করতে না পারেন তবে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন Gmail Tutorial Bangla জিমেইল একাউন্ট খোলার নুতন নিয়ম এবং জিমেইল সেটিংস মাস্টারক্লাস ভিডিওটি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করতে পারেন।
ভিডিওটিতে যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে:-
জিমেইল একাউন্ট সেটিংস বিষয়েঃ
- জিমেইল একাউন্টে ফটো সেট করার নিয়ম।
- জিমেইল ড্যাশবোর্ডে থিম সেট করার পদ্ধতী।
- জিমেইল ড্যাশবোর্ডে কাষ্টম ওয়ালপেপার সেট করার ব্যবহার।
- জিমেইল একাউন্ট সেটিংস ও জিমেইল সিকিউরিটি নিয়ে আলোচনা।
- জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম।
- জিমেইল টু ষ্টেপ ভেরীফিকেশন।
- জিমেইল রিকভারী ইমেইল অপশন ও পরিবর্তন।
- জিমেইল মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম।
- জিমেইল ডিভাইস এবং জিমেইল একসেস এর ব্যবহার।
- জিমেইল প্রাইভেসি, কেন্ট্রালার, এড ও পেমেন্ট সেটিংস এর ব্যবহার।
জিমেইল এর ইমেইল সেটিংস বিষয়েঃ
- একই জিমেইলে একাধিক ইমেইল যুক্ত করার নিয়ম।
- একটি জিমেইলে থেকে আরো একাধিক জিমেইলের ইমেইল চেক করার নিয়ম।
- জিমেইল সিগনাচার তৈরী ও সেট করার নিয়ম।
- জিমেইলে ইমেইল ডিজাইন ও লিঙ্ক যুক্ত করার নিয়ম।
- জিমেইলে Default text Style সেট করার নিয়ম।
- জিমেইলে ষ্টার, আইকন ও কীবোর্ড শর্টকাটি সেট করার নিয়ম।
- জিমেইলে লেবেল ও ক্যাটেগরী তৈরী করার নিয়ম।
- জিমেইল ইনবক্স ক্যাটেগরী সেট করা ও বাদ দেওয়ার নিয়ম।
- জিমেইল থেকে ইমেইল ফরওয়ার্ড করার নিয়ম।
- জিমেইল এ পপ মেইল ও আইম্যাপ মেইল সেট করার নিয়ম।
- জিমেইল এ্যাডন্স সেট করার নিয়ম।
- চ্যাট কন্ট্রোল ও ল্যাব ফাংশনের ব্যবহার।
- অফলাইনে জিমেইল ব্যবহার করার নিয়ম।
জিমেইল হতে ইমেইল পাঠানো বিষয়ে আছেঃ
- ইমেইল পাঠানোর নিয়ম।
- ইমেইলে কোন কিছু যুক্ত করার নিয়ম।
- ইনবক্সের মেইল চেক করার নিয়ম।
- স্পাম ফোল্ডারের ব্যবহার।
- ইমেইল মুভ, ডিলেট করার নিয়ম।
- ইমেইল পার্মানেন্ট ডিলেট ও ট্রাশ ফোল্ডারের ব্যবহার; ইত্যাদী।
গুরুত্বপূর্ণ সকল আলোচনা করতে গিয়ে ভিডিওটির দৈর্ঘ্য বড় হয়ে গেছে তাই সকলকে ধৈর্য্য সহকারে এই টিউটোরিয়ালটি দেখার অনুরোধ রইলো। ভিডিওটি দেখতে উপড়ের প্লে বাটনে ক্লিক করতে হবে। অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও সরাসরি ভিডিওটি দেখা যাবে। টিউটোরিয়াল সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে এখানে বা চ্যানেলে ভিডিওর নীচে কমেন্ট করে জানাবেন।যত দ্রুত সম্ভব উত্তর দেবার চেষ্টা করবো।