MS Office Clean Setup Tutorial 2020 ||
মাইক্রোসফট অফিস ২০০৭,২০১০,২০১৩,২০১৬ বা ৩৬৫ এগুলির প্রত্যেকটি হচ্ছে একেকটি কমপ্লিট অফিসিয়াল সফটওয়্যার প্যাকেজ। অফিসিয়াল কাজ করার জন্য যতগুলি প্রোগ্রামের দরকার হয় তার প্রায় সবগুলিই আছে এর মধ্যে। কিন্তু আমাদের মধ্যে বেশীরভাগ মানুষেরাই নির্দিষ্ট কিছু কাজের প্রয়োজনে কেবল একটি, দুটি বা তিনটি প্রোগ্রামকে ব্যবহার করে থাকি, আর বাকিগুলি অনর্থক আমাদের কম্পিউটার সিষ্টেম এর জায়গা দখল করে বসে থাকে এবং কবল তাই নয় আমাদের কম্পিউটারটিকে বাড়তী স্লো করে দেয়ার পেছনেও বিশেষ ভূমিকা পালন করে। Bangla Tutorial for MS Office Clean Setup and Guide lines.
বন্ধুরা আজকের টিউটোরিয়ালে দেখিয়েছি, অযথা বাড়তী ইনষ্টল না করে কিভাবে শুধু কাজের এম এস অফিস সফটওয়্যারকে কম্পিউটারে ক্লিন ইনষ্টল করবেন এবং কম্পিউটার এর জায়গা নষ্ট হওয়া সহ কম্পিউটার স্লো হওয়া থেকে বাঁচাবেন। আর দেরী কেন, নীচের প্লে বাটনে ক্লিক করে দেখে নিন ভিডিওটি।
|| প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড লিংক ||
◘| ডাউনলোড এম.এস অফিস
Download WinRar অথবা 7zip for Extracting
ডাউনলোডে সমস্যা হলে বা টিউটোরিয়াল সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভাল লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী টিউটোরিয়ালগুলি পেতে চ্যানেলটিকে অবশ্বই সাব্স্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখবেন।
bhaia download hochhe na
লিংক ঠিকমতই কাজ করছে। আমি মাত্রই আরো একবার চেক করলাম। আপনার ব্রাউজার বা নেটে হয়ত সমস্যা হচ্ছে।