Make Money using Paid To Paste Methods
টাইটেল পড়েই চমকে যাবেন না। দয়া করে পুরো পোষ্টটি পড়বেন !
ইন্টারনেট থেকে আয় করার জন্য এবারে যে পদ্ধতির কথা বলতে যাচ্ছি তা সত্যিই সহজ,সত্য ও প্রমানিত আয়ের পদ্ধতি। আর বাস্তবিকই কাজটি অন্যান্ন পদ্ধতীর তুলনায় অনেকটাই সহজ ও নিরাপদ। কেবল কপি পেষ্ট করেই অনলাইনে টাকা আয় করতে পারবেন। Bangla tutorial about on how to make money using paid to paste methods.
Paid To Paste পদ্ধতি ব্যবহার করে যেভাবে আয় করতে হয়:
কোন গুরুত্বর্পূন বিষয়, এমন বিষয় যা ভিজিটরদের জানার বা পাওয়ার ব্যপারে আগ্রহ জন্মায়, তার উপড় পোষ্ট বা লিংক তৈরী করে অথবা কোন সাইট থেকে কপি করে Paid To Paste Website উক্ত লেখার পেইজ লিংকে আপনার ব্লগ, সাইট বা অন্যন্য সোস্যাল সাইটে শেয়ার করার মাধ্যমে টাকা আয় করা সম্ভব হয়। সোজা কথায় বলতে গেলে, লিংক বা পোষ্ট তৈরী করা, তারপর তা কপি করা এবং সেটা নির্দিষ্ট সাইটে পেষ্ট করা ও সবশেষে বন্ধুদের সাথে শেয়ার করা।
আয় করার ক্ষেত্রে পেষ্টকৃত পেজটি ভিজিট করা শর্ত। তাই লিংকটি যাতে বেশী বেশী ভিউজ হয় সে জন্যে সম্ভাব্য সকল সোস্যাল সাইট বা পেইজে লিংকটি ছড়িয়ে দিতে হবে। লিংকটি শেয়ার করার ক্ষেত্রে বিভিন্ন পথ অবলম্বন করা যেতে পারে। যদি কারও ব্লগ বা ওয়েব সাইট থাকে সে সেখানে শেয়ার করবে। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট যেমন, Youtube, Facebook, Twitter, Google Plus, Linkedin, Instagram, Myspace, VK, Pinterest and Tumblr ইত্যাদী সাইট গুলোতেও লিংক টি শেয়ার করা যেতে পারে।
যেভাবে আর যে উপায়েই শেয়ার করা হোক না কেন, উক্ত তথ্যটি পাবার জন্য যখন একজন ভিজিটর ঐ লিংকটি ভিজিট করবে তার থেকে একটা নির্দিষ্ট পরিমান টাকা লিংক শেয়ারকারীর একাউন্টে জমা হবে। সোজা কাজ আর সোজা হিসাব ।
এবারে আসছে আয় রোজগারের পালা : আয়ের পরিমান প্রতি ১০০০ ভিজিটরের উপরেই নির্ধারিত হয়ে থাকে।প্রতি ১০০০ ভিজিটরের জন্য টাকার পরিমান নির্ধারনে একেকটি সাইট আরেকটি সাইটের থেকে আলাদা।সেটা হতে পারে প্রতি ১০০০ ভালমানের ভিজিটরের জন্য কমপক্ষে $5-$7 ডলার।
পেষ্ট পদ্ধতিতে ভালো আয় করতে চাইলে সবচেয়ে ভাল কাজ করে যদি ফ্রি ডাউনলোড যাতীয় কোন Link Paste করা হয়, যেমন, Free Software, Free Antivirus, Free Apps, Free Games, New and Latest Movies, Free Natok and Dramas ইত্যাদী।
বিনোদন যাতীয় লিঙ্কে সবচেয়ে ভাল ফলাফল এসে থাকে। তবে নতুন বের হয়েছে এ যাতীয় লিংক সবচেয়ে দ্রুত গতীতে আয়ের পরিমান বাড়িয়ে দেয়। কেননা নতুন জিনিসের প্রতি বেশির ভাগ মানুষেরই চাহিদার পরিমান বেশি ও সকলেই নতুন বিষয়ের উপরই অনলাইনে বেশী সার্চ হয়ে থাকে।
যারা Link Shorten করে ইতিমধ্যেই আয় করেছেন বা আয় করতে অভ্যস্ত তাদেরকে বলব,এই পদ্ধতিটা ট্রাই করে দেখার জন্য, কারন Link Paste করে আয় করাটা Link Shorten করে আয় করার চাইতেও সহজ ।
Link Shorten পদ্ধতিতে একজন ভিজিটরকে সর্বনিন্ম ৫ সেকেন্ড অপেক্ষার পর আবার Skip Ads লেখা জায়গাটিতে ক্লিক করতে হয়।কিন্তু পেষ্ট পদ্ধতিতে সেটা করতে হয় না।যে কারনে অধিক ভিউজ পাওয়া যায়। তবে কিছু সাইটে নিরাপত্তার খাতিরে সিকিউরিটি চেক (Human Check) এর মুখোমুখি পড়তে হতে পারে। আর এটা সাধারন একটা বিষয়।
পেষ্ট এর এই পদ্ধতিতে আয় করাটা অনেক আগে থেকেই যদিও হয়ে আসছে,তথাপিও এই বিষয়ের উপর খুব বেশি সাইট নেই। সর্ব প্রথম TinyCZ নামক একটি সাইট এই পদ্ধতি চালু করে ও বিম্বস্ততার সাথে র্সাভিস দেওয়া শুরু করে। কিন্তু বতর্মানে ঐ সাইটটির পাশাপাশি আরও বেশ কিছু সাইট ইন্টারনেটে যাত্রা শুরু করেছে যারা শুধু পেষ্ট নয়,পেষ্টের পাশপাশি Link Shorten সার্ভিসও প্রদান করছে।যে কারনে একই জায়গা থেকে ডাবল আয় করার সুযোগও সৃষ্টি হয়েছে।
আমি আমার বাস্তব অভিজ্ঞতা ও যাচাই বাছাই থেকে পেষ্ট করে টাকা আয়ের সেরা সাইটের একটি তালিকা পরবর্তী পোষ্টে যুক্ত করলাম। যারা লিংক পেষ্ট করে আয় করতে আগ্রহী, তারা Top Paid To Paste Sites পোষ্টটি দেখে নিবেন।ও সেরার তালিকায় উল্লিখিত যে কোন সাইটে জয়েন করে কাজ করলে ভাল ফলাফল পাবেন।