Repair a Bad Hard Disk using Low Level Format Tool ||
আমাদের কম্পিউটার হার্ড ডিস্ক দীর্ঘদিন ব্যবহারের ফলে, বা ভাইরাস এটাকের ফলে অথবা অন্যকোন কারণে। হঠাৎ করে বুঝতে পারা যায় যে হার্ডডিস্ক টা ঠিকমত কাজ করছে না, জ্যাম হয়েগেছে। পিসি দেরীতে ওপেন হচ্ছে বা উইন্ডোজ ঘন ঘন পড়ে যাচ্ছে। এ ধরনের সমস্যার অন্যতম একটি সমাধান হচ্ছে সেই হার্ড ডিস্কটাকে লো লেভেলে ফরম্যাট দেওয়া।
জ্বি বন্ধুরা আজকে আপনাদের সাথে এই চমৎকার টিউটোরিয়ালটি শেয়ার করতে যাচ্ছি। আশাকরছি এই টিউটোরিয়ালটি ভালভাবে ফলো করলে একটু আগে বলা সমস্যাগুলির জন্য হার্ড ডিস্ক নিয়ে আপনাকে আর কারও কাছে যেতে হবে না। তো বন্ধুরা দেরী না করে নীচের প্লে বাটনে ক্লিক করে এখুনি দেখে নিন ভিডিওটি।
I want HDD LLF pro. I will pay you 100tk.
https://web.facebook.com/daudsaif/