Shakib Khan Opened Official Youtube Channel
ইউটিউব চ্যানেল এখন কেবল ছোট খাট ভিডিও ব্লগিং পর্যায়ের কোন বস্তু নয়। ইউটিউব আয়ে ভাগ বসাচ্ছেন এখন বড় বড় মিডিয়া ও পরিচালকেরা। নায়ক নায়িকা রা ভিন্ন ভিন্নভাবে অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলে ভোগ করছে বাড়তি মোটা আর্থিক সুবিধা। ইতমধ্যেই বিভিন্ন দেশের অনেক অভিনেতাই নাম লিখিয়েছেন ইউটিউবে। এবারে যুক্ত হলেন বাংলাদেশের নায়ক শাকিব খান। Tech News about Bangladeshi Actor Shakib Khan Youtube Channel.
এ বছর ২৮ মার্চ ২০১৮ তে শাকিব খানের জন্মদিনেই ঘোষনা করা হয় অফিসিয়াল ইউটিউব চ্যানেলের। ইউটিউবে সার্চ করে যেটি খুজেঁ পাওয়া যাবে “শাকিব খান অফিসিয়াল” নামে । এ বিষয়ে শাকিব খান বলেন “বঙ্গ প্লাটফর্ম থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটি খুলতে যাচ্ছি। আমার অভিনীত সকল ছবির স্বত্ব কিনে নিয়ে চ্যানেলে প্রকাশ করবো। পাশাপাশি অামার অন্তর্ভক্ত অন্যন্য অনুষ্ঠানের ভিডিওগুলিও চ্যানেলে প্রকাশ করবো। আশা করবো আমার ফ্যানেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।