Download USB Bootable Windows 10 |
সুপ্রিয় দর্শক, যদি আপনি আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তবে আমার মুখে উইন্ডোজ ১০ রেডষ্টোন ভার্সনটির কথা নিশ্চয় শুনেছেন। পুরনো শেয়ারকৃত ফাইল লিংকগুলি ডেড হয়ে গেলেও আপনাদের নিয়মতি চাহিদার কারণে আজকে নতুন করে আবারো সেই উইন্ডোজ ১০ রেড ভার্সনটিকে আপনাদের সাথে শেয়ার করছি। Download USB Bootable Windows 10 Redstone.
উইন্ডোজ ১০ এর এই রেড ষ্টোন ভার্সনটি ইউএসবি বুটেবল অর্থাৎ আপনি ডাউনলোড করে পেন ড্রাইভে ট্রান্সফার করেই সেই পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ১০ ইনষ্টল করে নিতে পারবেন। নতুন করে বুটেবল করার কোন দরকার নেই। এবং এই ভার্সনটি অটো একটিভেটেড, যে কারণে ইনষ্টলের পর একটিভ করারও কোন ঝামেলা নেই। এছাড়া প্রয়োজনীয় সকল প্রকার উইন্ডোজ ফিচারস প্যাক এটিতে ইনষ্টল করা আছে যে কারনে অধিকাংশ বাড়তী সমস্যাও হবে না, যা একটি সাধারণ ডাউনলোডকৃত উইন্ডোজে হয়ে থাকে।
বাংলাদেশের ইন্টারনেট স্পীড এর অবস্থা বিবেচনা করে মোট ৪.২ জিবি ফাইলকে ২৮০ এমবিতে ভাগ করে দিয়েছি। প্রথমে সবগুলি ফাইল একটি ফোল্ডারে ডাউনলোড করে নিয়ে তারপর প্রথম পার্ট কে এক্সট্রাক্সট করলেই সম্পূর্ণ উইন্ডোজ ১০ রেডস্টোন ফাইল পাওয়া যাবে। ফাইলটির এক্সট্রাক্ট পাসওয়ার্ড ডাউনলোড লিংকের শেষেই দেখতে পাবেন।
বিশেষ সতর্কতা : এক্সট্রাক্ট করার পূর্বে অবশ্বই আপনার এন্টিভাইরাস সফটওয়্যারকে অফ করে নিবেন। ভিতরে থাকা এক্টিভেটর কে আপনার এন্টিভাইরাস সফটওয়্যার ডিলেট করে দিতে পারে, তাহলে আপনার উইন্ডোজ ইনষ্টল হলেও অটো একটিভ হবে না।
???? Download Links And Description ????
File Name: Windows 10 RedStone.
Edition: 64 Bits.
Version: 1809.
File Type: USB Bootable.
File Size: 280×15 MB.
Download Links:
Part_1 |Part_2 |Part_3 |Part_4 |Part_5 |Part_6 |Part_7 |Part_8 |Part_9 |Part_10 |Part_11 |Part_12 |Part_13 |Part_14 |Part_15 ||
Password: https://techsensebd.com
Vai password kag korcy Na
পাসওয়ার্ড তো ঠিক আছে ভাই। আপনি ঠিকমত কপি করুন অথবা ঠিকমত টাইপ করুন, কাজ হবে। দেখুন কোন স্পেস পড়ছে নাকি আবার!
vai virus free to
Yes, but without activator.
Vhai, auto active hobe to ?
Yes bro!
Thanks, for the reply
মনে করেন, এই windows টি একটি pendrive এ রাখলাম । উক্ত drive এ কী অন্য windows multiboot করা যাবে ??????????
না ভাই। এমনটা করা যাবে না।
shudhu load nicchie ,er karon ki
Server টি এখন আর কাজ করছে না। নতুন ISO File লিংকি শীঘ্রই শেয়ার করা হবে। কাইন্ডলি একটু অপেক্ষা করুন।
No data received
ERR_EMPTY_RESPONSE
দুখিত ভাই, এই ফাইলগুলি এখন আর সার্ভারে নেই। নতুন আইএসও ফাইলটি চেক করুন।
sir, new iso file ti ki kore cheak korte hoy ekto bolben kindly ami tik boji nai bisoy ta
কেমন আছেন ভাইয়া, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা ও দশক। আমার পিসিটা পুরাতন জেনেরেশন কিন্তু আমি উইনডোস ১০ দিতে চাচ্ছি। কিভাবে দিবো। সম্পূণ যদি একটি ফাইল করে বুটাবল করে দেন। আমি শুধু ডাউনলোড করে পেনড্রাইভে রেখে সেটাপ দিতে চাই। সেই ব্যবস্থ্যা করে দেন তাহলে খুশি হবো।
ভাই লকডাউন পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আপলোড করা হয়ত সম্ভব হবে না। কারণ বাসায় ওয়াইফাই নেই। দোকানে। প্লিজ সময় থাকলে সেই পর্যন্ত অপেক্ষা করবেন। অথবা অন্য কোথাও থেকে সংগ্রহ করে নিন। ধন্যবাদ।
ভাই আমার কম্পিউটার যে 32bit। 64bit সফটওয়্যার ইন্সটল করতে পারব
বেশীরভাগ ক্ষেত্রেই না। কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলি সব ভার্সনেই ইনষ্টল হয়।