Recover Files Using Windows System Restore
উইন্ডোজ সিষ্টেম রিষ্টোর এর ব্যবহার:
গত পর্বের উইন্ডোজ সিষ্টেম রিষ্টোর পয়েন্ট বাংলা টিউটোরিয়াল টি যারা দেখেছেন আজকের এই পোষ্টটি বিশেষ করে তাদের জন্য। পূর্বের ভিডিও পোষ্টে কেবল আলোচনা করেছিলাম কিভাবে একটি Windows System Restore পয়েন্ট তৈরী করা যায়, ম্যানেজ করা বা ডিলেট করা যায়। এ পর্বে আমি দেখিয়েছি কিবাবে একটি সিষ্টেম রিষ্টোর পয়েন্টকে ব্যবহার করে কম্পিউটারকে রিকভার করা যায় বা পেছনের কোন অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়।
বাকি সব কথা ও কাজ ধারাবাহিকভাবে ভিডিওতেই আলোচনা করেছি সবার জন্য, তাই টিউটোরিয়ালটি সম্পর্ণ দেখতে নীচের ভিডিও প্লে বাটনে ক্লিক করুন।
Tutorial: Recover Files using Windows System Restore
Click to Play
আমার ব্লগ থেকে আরও দেখুন : Amazing Windows Cleaner Tool দারুন একটি উইন্ডোজ ক্লিনার অথবা Best USB Worm Protection software |